এক মাসের ব্যবধানে আবারও কক্সবাজার সমুদ্রসৈকতে মরা জেলিফিশ ভেসে এসেছে। গতকাল রোববার কক্সবাজার শহরের পর্যটন জোনের সুগন্ধা পয়েন্টে বেশ কয়েকটি জেলিফিশ ভেসে আসতে দেখা যায়। এর আগে গত মাসের ২ ও ৩ আগস্ট সমুদ্র উপকূলের বিভিন্ন জায়গায় জেলিফিশ ভেসে এসেছিল।
সৈকতের কর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্রবার থেকে মরা জেলিফিশ ভেসে আসছে। একেকটির ওজন ১০ থেকে ১৫ কেজি। গতবার এক প্রজাতির জেলিফিশ এলেও এবার নীল প্রজাতির একটি জেলিফিশ দেখা গেছে।’
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুম বিল্লাহ বলেন, প্রায় তিন শতাধিক মরা জেলিফিশ ভেসে আসার খবর পাওয়া গেছে। এসব জেলিফিশ পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।’