হোম > ছাপা সংস্করণ

নিখোঁজের এক দিন পর হাত-পা বাঁধা ব্যবসায়ী উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে নিখোঁজের পরদিন হাত-পা বাঁধা অবস্থায় শামীম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে নকলা বাইপাস থেকে তাঁকে অবচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার গ্যারেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন শামীম। পরে রাতে বাড়ি না ফেরায় তাঁর মোবাইল ফোনে কল করেন পরিবারের সদস্যরা। এ সময় শামীমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে গত শুক্রবার সকালে শামীমের কোনো খোঁজ না পেয়ে তাঁর বাবা আব্দুর রাজ্জাক নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শামীমের ব্যবহৃত ফোনের সর্বশেষ লোকেশন শহরের শাহি মসজিদ কবরস্থান-সংলগ্ন ডোবার পাশে নিশ্চিত করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হজ আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজের পরদিন গত শুক্রবার সকালে শামীমের বাবা থানায় লিখিত অভিযোগ করেন। ওই রাতেই তাঁকে হাত-পা বাঁধা ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জ্ঞান ফিরে এলে পুরো ঘটনা শুনে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ