আজ দুটি মজার খেলা সম্পর্কে বলি। এই খেলাগুলো ঘরে বসে খেলতে পারবে। তাও আবার অ্যাপে। দুই থেকে চার বছর বয়সের শিশুরা এ খেলা খেলে বেশ মজা পাবে। শিখতে পারবে বিভিন্ন কিছু।
নদীতে কিছু হাঁস সাঁতরে বেড়াচ্ছে। এমন সময় খেয়াল করে দেখবে পাড়ে কিছু পাত্র রাখা আছে।
পাত্রগুলো বেগুনি, নীল ও হলুদ রঙের। পানিতে সাঁতরে বেড়ানো হাঁসও বেগুনি, নীল ও হলুদ রঙের।
তুমি স্পর্শের মাধ্যমে একই রঙের হাঁসকে সেই রঙের পাত্রে রাখবে। যেমন, হলুদ রঙের হাঁসকে হলুদ রঙের পাত্রে রাখবে, নীল রঙের হাঁসকে রাখবে নীল পাত্রে।
যদি তা না করো, তাহলে তুমি খেলায় সামনে এগোতে পারবে না। খেলাটি খেলার মাধ্যমে বিভিন্ন প্রাণীর রং, আকার ইত্যাদি সম্পর্কে জানতে পারবে। অর্জন করতে পারবে কিছু পয়েন্ট।
অন্য খেলাটি হলো টকিং ডাক। অর্থাৎ যে হাঁস কথা বলতে পারে, খেলাটি তাকে নিয়ে। বাস্তবে হাঁস কেবল ডাকতে পারে।
তবে এই অ্যাপে তুমি হাঁসের কথা শুনতে পারবে। দেখতে পারবে হাঁসের ওড়াউড়ি।
তোমার সময়টা ভীষণ আনন্দে কাটবে।
গুগল প্লে-স্টোর থেকে টকিং ডাক ও বেবি গেমস ফর ২, ৩, ৪ ইয়ার ওল্ড কিডস নামের অ্যাপ দুটো ইনস্টল করে খেলতে শুরু করো।