বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ নড়াইলের কালিয়া উপজেলার শাখার নির্বাচনে সভাপতি পদে মো. মাসিকুল আলম ও মো. আবু রেজোয়ান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পূর্ব কালিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রত্যক্ষ ভোটে তাঁরা নির্বাচিত হন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলার পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা শাহীদ আলী। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তরুণ কান্তি মল্লিক। নির্বাচনে মোট ৬৯১ জন ভোটারের মধ্যে ৫৪২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে ওই দিন বিকেলে ভোট গণনার পর ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. মাসিকুল আলম ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিল্টন শেখ পেয়েছেন ১৯১ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে মো. আবু রেজোয়ান পেয়েছেন ১৮৮ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জামিরুল ইসলাম পেয়েছেন ১১৪ ভোট।
শিক্ষক সমাজের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোল্লা শাহীদ আলী বলেছেন, দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।