সামনে বড়দিন এবং নতুন বছরের উৎসব। এর আগেই করোনা সংক্রমণে ফের ঊর্ধ্বগতি দেখা গেছে ইউরোপের কয়েকটি দেশে। এবার তাতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। অথচ ওমিক্রন শনাক্তের এক মাসও পার হয়নি। গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটার বলছে, দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার। সাপ্তাহিক গড়ে প্রায় ২ লাখের কাছাকাছি। এক দিনে শনাক্তে ১ লাখ ছাড়িয়েছে যুক্তরাজ্য। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার।
ব্যাপকভাবে করোনা পরীক্ষা চালুর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এর আগে এক দিনে এত বেশি শনাক্ত হয়নি যুক্তরাজ্যে। ওমিক্রন দ্রুত ছড়িয়ে যাওয়ায় গত এক সপ্তাহে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখ, যা আগের চেয়ে ৫৯ শতাংশ বেশি।
ওমিক্রন রুখতে টিকার পাশাপাশি এবার মুখে খাওয়ার ওষুধে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ১২ এবং এর বেশি বয়সীদের জন্য ফাইজারের ওষুধ প্যাক্সলোভিডের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে করোনা চিকিৎসায় প্রথম কোনো মুখে খাওয়ার ওষুধ অনুমোদন দিল দেশটি। এদিকে গবেষণা বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার বুস্টার ডোজ ওমিক্রনে কার্যকর।
করোনা প্রথম শনাক্ত হওয়া দেশ চীনের একটি শহরে দেওয়া হয়েছে লকডাউন। স্থানীয়ভাবে ২০০ জনের দেহে করোনা শনাক্তের পর ঘরে আটকে থাকতে হচ্ছে জিয়ান নামক শহরের ১ লাখ ৩০ হাজার বাসিন্দাকে। গতকাল বৃহস্পতিবার থেকে এ লকডাউন শুরু হয়। রাশিয়ায় করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে। বিধিনিষেধ ছাড়াও মাস্ক পরায় কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া ও নরওয়ে।