চকোবার খাওয়ার পর ভেতরের কাঠিটা তো ফেলেই দিচ্ছ। কিন্তু এখন থেকে পারলে কাঠি জমিয়ে রেখো। কারণ এই কাঠি দিয়েও বানানো যায় নানান কিছু। প্রথমে সহজ দিয়ে শুরু করো। চলো আমরা আজ ছবির ফ্রেম বানাই চকোবার আইসক্রিমের কাঠি দিয়ে।
- প্রথমে কাঠিগুলো আইকা দিয়ে একটি ফ্রেম বানাও। ছবিটা দেখে নাও, বানাতে সুবিধা হবে।
- এবার আর্ট পেপার মাপমতো এমনভাবে কাটো, যাতে ফ্রেমের পেছনে বসানো যায়।
- এবার রঙিন কাগজ দিয়ে ফুল ও পাতা বানিয়ে কেটে নাও। আইকা দিয়ে বসাও আর্ট পেপারের ওপর। ফুল-পাতার গুচ্ছের ওপর ফিতা দিয়ে বো বানিয়ে আইকা দিয়ে লাগিয়ে নাও।
- এবার আর্ট পেপারটি আইকা দিয়ে ফ্রেমের পেছনে লাগিয়ে দাও।
শুধু ফ্রেম কেন, আরও অনেক কিছু বানাতে পারো।