হোম > ছাপা সংস্করণ

পরাণ-পাখির গল্প নিয়ে নিলয় ও হিমি

নাটকের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। দর্শকপ্রিয় অনেক নাটক উপহার দিয়েছেন তাঁরা। এবার প্রথম একসঙ্গে একটি ওয়েব ফিকশনে কাজ করবেন তাঁরা। নাম ‘পরাণ পাখি’। নির্মাণ করছেন মাহিন আওলাদ। শুটিং হবে আগামী ৬ ও ৭ অক্টোবর মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। নিলয় থাকছেন পরাণ চরিত্রে আর হিমি অভিনয় করবেন পাখি চরিত্রে। ‘পরাণ পাখি’র গল্প লিখেছেন মাহিন আওলাদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। প্রযোজনা করছে ধ্রুব মিউজিক।

মাহিন আওলাদ এত দিন মিউজিক ভিডিও বানিয়েছেন। নাটকে এবারই হাতেখড়ি হচ্ছে তাঁর। এর আগে মাহিনের পরিচালিত মিউজিক ভিডিওতে কাজ করেছেন নিলয় ও হিমি। এবার কাজ করছেন ওয়েব কনটেন্টে।

এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘হিমি আর আমি একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। তাই শিল্পী হিসেবে আমাদের বোঝাপড়াটা বেশ ভালো। দর্শকও আমাদের জুটি পছন্দ করেছেন। তাই নির্মাতা এই কাজে আমাদের কাস্ট করেছেন। যেহেতু এটি মাহিনের প্রথম ফিকশন, তাই তিনিও কাজটি নিয়ে ভীষণ সিরিয়াস। কয়েকবার মিটিং করে তাঁর ভাবনাগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন। মূলত এক জোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প এটি। বেশ রোমান্টিক আর ইমোশনাল গল্প।’

ধ্রব মিউজিকের প্রযোজনায় নির্মিত ‘পরাণ পাখি’ নাটকটি ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ