নাটকের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। দর্শকপ্রিয় অনেক নাটক উপহার দিয়েছেন তাঁরা। এবার প্রথম একসঙ্গে একটি ওয়েব ফিকশনে কাজ করবেন তাঁরা। নাম ‘পরাণ পাখি’। নির্মাণ করছেন মাহিন আওলাদ। শুটিং হবে আগামী ৬ ও ৭ অক্টোবর মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। নিলয় থাকছেন পরাণ চরিত্রে আর হিমি অভিনয় করবেন পাখি চরিত্রে। ‘পরাণ পাখি’র গল্প লিখেছেন মাহিন আওলাদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। প্রযোজনা করছে ধ্রুব মিউজিক।
মাহিন আওলাদ এত দিন মিউজিক ভিডিও বানিয়েছেন। নাটকে এবারই হাতেখড়ি হচ্ছে তাঁর। এর আগে মাহিনের পরিচালিত মিউজিক ভিডিওতে কাজ করেছেন নিলয় ও হিমি। এবার কাজ করছেন ওয়েব কনটেন্টে।
এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘হিমি আর আমি একসঙ্গে বেশ কিছু কাজ করেছি। তাই শিল্পী হিসেবে আমাদের বোঝাপড়াটা বেশ ভালো। দর্শকও আমাদের জুটি পছন্দ করেছেন। তাই নির্মাতা এই কাজে আমাদের কাস্ট করেছেন। যেহেতু এটি মাহিনের প্রথম ফিকশন, তাই তিনিও কাজটি নিয়ে ভীষণ সিরিয়াস। কয়েকবার মিটিং করে তাঁর ভাবনাগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন। মূলত এক জোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প এটি। বেশ রোমান্টিক আর ইমোশনাল গল্প।’
ধ্রব মিউজিকের প্রযোজনায় নির্মিত ‘পরাণ পাখি’ নাটকটি ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।