মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে ভারত থেকে বিড়ি এনে বিক্রি করার কারণে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে চার লাখ ২০ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি। যার দাম আট লাখ ৪০ হাজার টাকা। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। গত সোমবার তাঁকে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাহাঙ্গীর উপজেলার তালিমপুর ইউপির তালিমপুর গ্রামের বদর উদ্দিন ওরফে বদই মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার পুলিশ উপজেলার চান্দগ্রাম বাজারে অভিযান চালায়। ভারতীয় বিড়ি পিকআপে ওঠানোর সময় জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। পরে জাহাঙ্গীর হোসেনের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে নগদ ৪ লাখ ৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। বিড়ি পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ও তাঁর ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, ‘জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে নাসির বিড়ি এনে বিক্রির কথা স্বীকার করেছেন। বিড়ি উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীর ও অজ্ঞাতনামা আরও দুজনের নামে মামলা হয়েছে।’