হোম > ছাপা সংস্করণ

অপহরণের পর মুক্তিপণ দাবি, যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে রোমান আহমেদ (২৫) নামের অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ইয়াবাসহ আবেদ ভূঁইয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গত বুধবার রাত ১০টার দিকে র‍্যাবের ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক আবেদ সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের আনু ভূঁইয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের বাসিন্দা রোমান আহমেদ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে থেকে শ্রমিকের কাজ করেন। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া থেকে রোমানকে অপহরণ করা হয়। রোমানের ভাই ও মায়ের মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ৯০ হাজার টাকা দাবি করেন অপহরণকারীরা। রোমানের পরিবারের সদস্যরা বিষয়টি র‍্যাবের ভৈরব ক্যাম্পকে জানান এবং মুক্তিপণ চাওয়া ফোন কলের রেকর্ডও দেন। এরপর র‍্যাব তথ্যপ্রযুক্তি সহায়তায় গত মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দপুর গ্রামে অভিযান চালিয়ে রোমানকে উদ্ধার করে। এ সময় আবেদ ভূঁইয়াকে আটক করা হয় এবং তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৪১টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

এ বিষয়ে র‍্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমানকে অপহরণের কথা স্বীকার করেছেন আটক জাবেদ। তাঁকে গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহরাব হোসাইন বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, আসামি রোমানকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ