যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজগর হোসেন (৪৫) নামের এক বাক প্রতিবন্ধী ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ইসমাইল নামে এক যুবককে আটক করেছে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক একরামুল হুদা বলেন, ‘গত শুক্রবার রাতে বাড়ির পাশের দোকানে চা খেতে যাওয়ার সময় সুপারি বাগানে কয়েকজনকে সুপারি চুরি করতে দেখেন আজগর হোসেন। এ সময় ওই এলাকার ইসমাইল (১৯), লেদু ওরফে পলাশ (১৯) রাজন (২১) ও সাহানের (১৯) সঙ্গে তাঁর ঝগড়া হয়।
একপর্যায়ে তাঁরা আজগরকে ছুরিকাঘাত করে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে রাতেই যশোর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাক প্রতিবন্ধি আজগর হোসেন একজন নির্মাণশ্রমিক।