পাইকগাছায় কপোতাক্ষ নদের চর ভরাটিতে ময়নুর সরদার ও তাঁর ভাই সাইফুল সরদারের বন্দোবস্ত নেওয়া জায়গা দখলের চেষ্টা করেছেন এলাকার কয়েকজন যুবক। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
চাঁদখালীর ময়নুর ও সাইফুল বলেন, ‘আমরা ২০১২ সালে এই জায়গা বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে আসছি। কিন্তু বৃহস্পতিবার সকালে বাবু সরদার, মুশফিক, রায়হান, হাফিজুর, শুকুরের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন আমাদের দখলিয় জমির বাঁধ কেটে ফেলে নিজেরা নতুন করে বাঁধ দেওয়া শুরু করে।’
এ বিষয়ে বাবু সরদার বলেন, ‘২০১২ সালের একশনা বন্দোবস্ত নিয়েছে সত্য। কিন্তু ২০১২ সালের পর সরকার নদীর জমি বন্দোবস্ত নেওয়া বন্ধ করে দিয়েছে। তা ছাড়া তাঁরা গায়ের জোরে বন্দোবস্ত ছাড়াও অতিরিক্ত নদের জমি ভোগদখল করে আসছে। আমরা ১৩ জন শিক্ষিত বেকার যুবক ওই জমিতে বনায়ন করে বেকারত্ব ঘুচানোর জন্য বাঁধ দিয়েছি।’
এ বিষয় চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মো. আবু ইলিয়াস বলেন, ‘নদী বা খালের জমি দখল করা যাবে না। একটি পক্ষ আমার কাছে এসেছিলে। আমি বলেছি জমি সংক্রান্ত বিষয় সহকরী ভূমি কর্মকর্তার কাছে অভিযোগ করতে হবে।’
পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক সুজিৎ ঘোষ বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। কপোতাক্ষ নদের চর ভরাটিতে বাবু সরদার ও মুশফিকের নেতৃত্বে বাঁধ দেওয়ার সময় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘সরকারি সম্পত্তি যারাই দখল করবে তাঁদের উচ্ছেদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’