মৌলভীবাজার জেলার বন্ধ তিনটি সিএনজি স্টেশন খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে এ নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, নির্দিষ্ট পরিমাণের বেশি গ্যাস বিক্রি করায় জেলার তিনটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এতে সিএনজিচালিত পরিবহনগুলোর ভাড়া বেড়ে হয় দ্বিগুণ।
বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে গত মঙ্গলবার রাতে মৌলভীবাজার সার্কিট হাউসে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা হয়। সভা শেষে বন্ধ হয়ে যাওয়া সিএনজি স্টেশনগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া বলে জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
গ্যাস বিক্রির নির্ধারিত বরাদ্দের পরিমাণ শেষ হয়ে যাওয়ায় মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ তিনটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়। জালালাবাদ গ্যাস লিমিটেডের নির্দেশে ১৮ জুলাই থেকে এই তিনটি ফিলিং স্টেশন বন্ধ করে দেন মালিকেরা।
বন্ধ হয়ে যাওয়া ফিলিং স্টেশনগুলো হলে শহরের কুসুমবাগ এলাকার সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন, মাতারকাপন এলাকার এম এস ফিলিং স্টেশন এবং রাজনগর উপজেলার ডেল্টা ফিলিং স্টেশন। এসব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় জেলায় জ্বালানির সংকটে পড়ে গ্যাসচালিত পরিবহনগুলো। ভাড়া বাড়িয়ে দেন পরিবহনচালকেরা।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বন্ধ হওয়া তিনটি সিএনজি স্টেশন গতকাল থেকে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, ইউএনও সাবরিনা রহমান বাঁধন, জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেড মৌলভীবাজারের উপমহাব্যবস্থাপক এম আওলাদ হোসেন।