গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন সরকার বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এ দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মিসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘গাজীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসীদের রামরাজত্ব প্রতিহত করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে ছাত্রদলের কর্মীদের এগিয়ে আসতে হবে।’
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় ব্যাপারী সভাপতিত্ব করেন।