হোম > ছাপা সংস্করণ

সড়ক দেবে পুকুরে, ১০ গ্রামের মানুষ দুর্ভোগে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সড়কের দুই পাশেই মাছ চাষের পুকুর। অনেক জায়গায় সড়ক ভেঙে পড়েছে। পুকুরের ভেতর পড়ে আছে সড়কের ব্লক। দীর্ঘদিন ধরে ভাঙতে ভাঙতে পুরো সড়কটিই এখন সরু রাস্তা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে পথচারীরা আসা-যাওয়া করছে। শুরুর দিকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারলেও এখন মোটরসাইকেল চালাতেই হিমশিম খেতে হচ্ছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর খেয়াঘাট থেকে টেংরাটিলা হয়ে টিলাগাঁও পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এবং আলীপুর বাজার থেকে গ্রামের উত্তরপাড়া পর্যন্ত চলাচলের প্রায় এক কিলোমিটার প্রধান সড়ককে ব্যবহার করা হচ্ছে পুকুরের পাড় হিসেবে। মেরামত না হওয়ায় পুরো সড়কটির অনেকাংশ এখন পুকুরে বিলীন হওয়ার পথে।

স্থানীয় বাসিন্দারা জানান, সুরমা ইউনিয়নের আলীপুর খেয়াঘাট থেকে টেংরাটিলা হয়ে টিলাগাঁও পর্যন্ত সড়ক দিয়ে ইউনিয়নের আলীপুর, নূরপুর, সোনাপুর, হাছনবাহার, বৈঠাখাই, টেংরাটিলা, আজবপুর, গিরিশনগর, টিলাগাঁওসহ আশপাশের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি।

সরেজমিন দেখা গেছে, আলীপুর বাজার থেকে গ্রামের উত্তর পাড়া পর্যন্ত পুরো সড়কটিই এখন পুকুরে বিলীয়মান। এই সড়ক দিয়ে এখন হেঁটে চলাচল করার উপায় নেই। অন্যদিকে আলীপুর খেয়াঘাট থেকে টেংরাটিলা পর্যন্ত সিবিআরএমপির ব্লকের সড়কজুড়ে ভাঙন, খানাখন্দ। সড়ক ব্যবহার করা হচ্ছে পুকুরপাড় হিসেবে। মাটি দিয়ে পুকুরপাড় ভরাট না করে উল্টো পুকুরমালিকেরা সড়কের অনেক জায়গায় দায়সারাভাবে পুকুরের ভেতর জাল দিয়ে ঘেরাও করে রেখেছেন। সড়কের ব্লক ভেঙে বিপজ্জনক অবস্থায় পড়ে আছে।

টেংরাটিলা গ্রামের বাসিন্দা ইমদাদুল হক লিটন বলেন, সড়কের আশপাশের পুকুরমালিকেরা পুকুরপাড় সময়মতো মাটি দিয়ে ভরাট করেন না। উল্টো তাঁরা সড়ককেই পুকুরপাড় হিসেবে ব্যবহার করছেন। ফলে ভাঙতে ভাঙতে সড়কের দুপাশের অংশ পুকুরে অনেকটা বিলীন হয়ে গেছে। এভাবে চলতে থাকলে পুরো রাস্তাই পুকুরের পেটে চলে যাবে।

সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীর প্রতীক বলেন, সড়কটি দ্রুত মেরামত করা হবে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমি দেখব। স্থানীয় পুকুরের মালিক ও মাছচাষিদের সঙ্গে আলাপ করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ