স্বাধীনতা অর্জনের ৫০ বছরের দীর্ঘ এ সময়ে দেশের অর্জন যেমন রয়েছে, তেমনি সমস্যাও রয়েছে অনেক। বিজয়ের মাসে এমন পাওয়া না-পাওয়ার গল্প খুঁজতেই গতকাল বুধবার গ্রিন ইউনিভার্সিটিতে মঞ্চস্থ হলো পালানাটক ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ইংলিশ ক্লাব মডারেটর আশিক ইশতিয়াকের রচনা ও পরিচালনায় এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিনয় করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, নাট্যনির্মাতা ও নির্দেশক আশিক ইশতিয়াকসহ আরও অনেকে বক্তব্য দেন।