হোম > ছাপা সংস্করণ

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

যশোর প্রতিনিধি

যশোরে ৯ বছর আগে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আকিমুল ইসলাম নামে একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে বিচারক দণ্ডপ্রাপ্ত আকিমুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি ঝিকরগাছা উপজেলার নায়রা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে। নিহত হালিমা খাতুন বেনাপোলের পুটখালি গ্রামের লিয়াকত আলীর মেয়ে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান মুকুল জানান, দণ্ডপ্রাপ্ত আকিমুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন।

তিনি আরও জানান, ওই নির্যাতনের কষ্ট সহ্য করতে না পেরে বাধ্য হয়ে হালিমা খাতুন বিভিন্ন সময় বাবার কাছ থেকে টাকা এনে স্বামীকে দিতেন। সর্বশেষ আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন।

২০১৩ সালের ৩১ মে হালিমা খাতুন তাঁর বাবার কাছ থেকে এক লাখ টাকার একটি চেক এনে দেন। কিন্তু তাতে সন্তুষ্ট হননি আকিমুল।

দাবি করা টাকা না পেয়ে তিনি হালিমাকে মারপিট করে। এতে গুরুতর আহত হয়ে অন্তঃসত্ত্বা হালিমা মারা যান।

এর পর আকিমুল ও তাঁর পরিবারের লোকজন হালিমার মরদেহ ফেলে পালিয়ে যায়। প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জেনে হালিমার বাড়ির লোকজন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় হালিমার বাবা লিয়াকত আলী বাদী হয়ে ২০১৩ সালের সেপ্টেম্বর আকিমুল ইসলামের নামে যশোরের ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আকিমুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যু দণ্ডের রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় আসামিকে বিমর্ষ অবস্থা দেখা যায়।­

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ