হোম > ছাপা সংস্করণ

শত্রুতার বলি আনারসের ১৩ হাজার চারা

মধুপুর প্রতিনিধি

মধুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রায় ১৩ হাজার আনারস চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে। এ ছাড়া ভুক্তভোগী চাষিকে এলাকা থেকে উৎখাতের হুমকিরও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ফিরোজ মিয়া একই এলাকার আরশেদ আলী ও তাঁর সহযোগীদের নামে থানায় অভিযোগ করেছেন। থানায় অভিযোগ করায় এলাকা থেকে উৎখাতের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তাঁর।

ফিরোজ মিয়া বলেন, ৮০ শতাংশ জমিতে প্রায় ১৪ হাজার আনারসের চারা ছিল। গত বুধবার বাগানের প্রহরী মধুসূদন বর্মণ ফোনে জানান, আরশেদ আলী (৩৫), জুরান আলী (৩২), আয়োজ উদ্দিনসহ (৫০) ৬ / ৭ জন লোক বাগানের আনারসের চারা কেটে-তুলে নষ্ট করে ফেলেছে। এ বিষয়ে স্থানীয়ভাবে আপসের জন্য কয়েক দফা বৈঠক হয়েছে। ওই বৈঠকে কোনো সমাধান না হওয়ায় তিনি মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আরশেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার উপপরিদর্শক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আনারস চারা কেটে নষ্ট করার বিষয়ে ফিরোজ মিয়া অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ