হোম > ছাপা সংস্করণ

অভিনয়ে গানের কানিজ

গতকাল ছিল পপ গায়িকা কানিজ সুবর্ণার জন্মদিন। এদিনে পাওয়া গেল চমক। জানা গেল, সিনেমায় অভিনয় করছেন তিনি। ২০০৬ সালে ঘর-সংসার নিয়ে ব্যস্ত হন এ গায়িকা। এরপর আর সেভাবে ফেরা হয়নি গানে। তবে, এবার তিনি যুক্ত হলেন অভিনয়ে; তা-ও আবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে।

কানিজ জানান, সম্প্রতি তিনি অভিনয় করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘সুবর্ণ ভূমি’ সিনেমায়। এ সিনেমায় আরও অভিনয় করছেন ওমর সানী, দিলারা জামান, সজল প্রমুখ।

কানিজ বলেন, ‘যদিও আমার চরিত্রটি বেশ ছোট। কিন্তু কাজটি করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে। এক দিন শুটিং করেছি। বাকি শুটিং পরে হবে।’

অভিনয়ের পাশাপাশি গান নিয়েও নতুন করে ভাবছেন এ কণ্ঠশিল্পী। গান থেকে দীর্ঘ আড়াল প্রসঙ্গে কানিজ বলেন, ‘আমার দুটি সন্তান আছে। ওদের লালনপালনে যথেষ্ট সময় দিতে হয়। তাই গানে নিয়মিত হতে পারিনি। এখন গান নিয়ে নতুন করে ভাবছি।’

এ পর্যন্ত পাঁচটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে কানিজ সুবর্ণার। সর্বশেষ অ্যালবামের নাম ছিল ‘সোনার কাঠি, রুপার কাঠি’।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ