হাজী কল্যাণ সমিতি নীলফামারী পৌর শাখার উদ্যোগে গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সকালে শহরের মাধার মোড় এলাকায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি ময়েজ উদ্দীন, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন, পৌর শাখার সাধারণ সম্পাদক সামসুল হক, সদস্য মজিবর রহমান প্রমুখ। পরে চার শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।