হোম > ছাপা সংস্করণ

উদ্বোধনের অপেক্ষায় খানসামা হাসপাতাল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

উদ্বোধন হতে যাচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলা সদরে নির্মিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এটি চালু হলে সেবা পাবে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লাখো মানুষ।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পাকেরহাটে অবস্থিত। উপজেলা সদর থেকে পাকেরহাটের দূরত্ব ১০ কিলোমিটার। আর জেলা সদরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।

উপজেলা স্বাস্থ্য বিভাগরে তথ্য মতে, হাসপাতালটি নির্মাণ শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তরের এক বছর হলেও প্রশাসনিক অনুমোদন পেয়েছে মাস দু-এক আগে। আধুনিক ভবনটি চালু করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় আসবাবপত্র ও মেডিকেল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। তবে এখনো জনবল ও আর্থিক বরাদ্দ না পাওয়ায় হাসপাতালটির কার্যক্রম শুরু করা যায়নি।

তবে স্থানীয় সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় সীমিত পরিসরে এই হাসপাতাল চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্য নিয়েই ১৫ নভেম্বর খানসামা সদরে নির্মিত হাসপাতালটির সেবা কার্যক্রমের উদ্বোধন করা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে একজন মেডিকেল কর্মকর্তা ও একজন সহকারী মেডিকেল কর্মকর্তা আউটডোরে চিকিৎসা সেবা প্রদান করবেন। এ ছাড়া গর্ভবতী মায়েদের সুচিকিৎসার জন্য একজন মিডওয়াইফ সেবা দেবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সীমিত পরিসরে সেবা কার্যক্রম শুরু করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ