সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়ন পরিসদের (ইউপি) ৯টিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭৪ প্রার্থী। যার মধ্যে রয়েছে আওয়ামী লীগ থেকে ৯, জাতীয় পার্টি (এ) ৬, বাংলাদেশ কংগ্রেস ১, বাংলাদেশ ইসলামি আন্দোলন ৯ ও স্বতন্ত্র প্রার্থী ৪৯ জন। উল্লেখ্য ১২ ইউনিয়ন পরিষদের ৩টিতে সীমানা জটিলতা সংক্রান্ত মামলার কারণে নির্বাচন হচ্ছে না।
ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে কাশিমাড়ী ও রমজাননগরে নৌকা প্রতীক পাওয়া দুই প্রার্থীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা প্রার্থী হয়েছে। কাশিমাড়ীতে ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের সভাপতি শমশের ঢালীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাক্তন চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ। এ ছাড়া রমজাননগরে দলীয় মনোনয়ন পাওয়া সাবেক ছাত্রলীগ নেতা শাহানুর আলমের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর শ্যামনগরের ৯ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর মনোনয়ন পত্র বাছাইয়ের পর ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে।