হোম > ছাপা সংস্করণ

সিরাজগঞ্জে সবজির বাম্পার ফলন, দামও ভালো

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সার ও কীটনাশকের সহজলভ্যতার কারণে ভালো ফলন হয়েছে। বাজারে সবজির দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর সিরাজগঞ্জে আট হাজার ৭৫৫ হেক্টর জমিতে সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মাসের প্রথম দিক থেকে বিভিন্ন আগাম জাতের সবজি চাষাবাদ শুরু হয়েছে। এরই মধ্যে সাত হাজার ৫৬৬ হেক্টর জমিতে সবজির চাষাবাদ করা হয়েছে। আগামী ২/১ সপ্তাহের মধ্যেই চাষাবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, জেলার প্রতিটি’টি উপজেলায় শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। তবে যমুনা নদীর তীরবর্তী চৌহালী, বেলকুচি, শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে সবজি চাষাবাদে বেশি ঝুঁকে পড়েছেন কৃষক। লাউ, বাঁধাকপি, ফুলকপি, মুলা, বেগুন, টমেটো, গাজর, ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়া, পটল, করলা, ডাঁটা, শিম, করলা, ঝিঙ্গা, বরবটি, ক্ষীরা, মটরশুঁটি, পেঁপেও মানকচুসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে।

প্রতিদিনই স্থানীয়ভাবে পিপুলবাড়ীয়া, চণ্ডীদাসগাতি, শিয়ালকোল, ছোনগাছা, শালুয়াভিটা, সিমান্তবাজার, বাগবাটি, ভদ্রঘাট, বহুলী, খোকসাবাড়ী, উল্লাপাড়া, শাহজাদপুর, কাজীপুরসহ বিভিন্ন এলাকায় সবজির হাট বসে। কৃষকেরা নিজেরাও সেখানে সবজি বিক্রি করে থাকেন। দূর-দুরান্তের পাইকাররাও খেত থেকে সরাসরি কিনে নিয়ে যাচ্ছেন।

সদর উপজেলার চন্ডীদাসগাতি গ্রামের সাইফুল ইসলাম জানান, এবার এক বিঘা জমিতে বেগুনের চাষ করে বেশ লাভ করেছেন। সবজি চাষের পর থেকে সংসারে বাড়তি আয় হচ্ছে।

চন্ডীদাসগাতি গ্রামের আরেক কৃষক আনোয়ার হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষ করে এ পর্যন্ত প্রায় এ লাখ টাকা আয় করেছেন।

শিয়ালকোল ইউনিয়নের কৃষক জব্বার আলী জানান, এবার দেড় বিঘা জমিতে সবজি চাষ করেছেন।

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) কৃষি ইউনিটের কর্মকর্তা আব্দুল হালিম জানান, পোকামাকড় দমনে কৃষকদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হানিফ বলেন, ভালো দাম পাওয়ায় সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। কৃষকদের সবজি চাষে পরামর্শসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ