মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩০ ভূমি মালিককে ক্ষতিপূরণের চেক দিয়েছে জেলা প্রশাসন। গত বুধবার উপজেলার কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আরাফাত সিদ্দিকী উপস্থিত ছিলেন।
জানা গেছে, কালারমারছড়ায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩০ ভূমি মালিককে ১ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।