আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা-বরকল সড়কের বিলপুর এলাকায় পিকআপ ও নছিমনের সংঘর্ষ হয়েছে। এতে তৌহিদুল ইসলাম (২৪) নামের নছিমনচালক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। তৌহিদ উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামের বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’