পীরগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। গত মঙ্গলবার ছিল এই প্রত্যাহারের শেষ দিন। আগামী ১১ নভেম্বর উপজেলার ১৫ ইউপির মধ্যে ১০টিতে নির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পাওয়া ১০ প্রার্থীসহ মোট ৫১ জন লড়াইয়ের মাঠে আছেন।
উপজেলার একাধিক ইউনিয়ন ঘুরে দেখা গেছে, জোরেশোরে নির্বাচনী প্রচার চলছে। প্রার্থীরা ভোটারদের নিজের পক্ষে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁরা প্রত্যেকেই জয়ের আশা প্রকাশ করছেন।
কুমেদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, ‘আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশা আল্লাহ। ভোটারদের মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছে।’
কাবিলপুর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা রবিউল ইসলাম রবি জানান, সাধারণ মানুষ নির্বাচনী ডামাডোলে জেগে উঠেছেন। নির্বাচনের দিনের অপেক্ষায় রয়েছেন তাঁরা। চৈত্রকোল ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়া আরিফুল ইসলাম বলেন, ‘আশা করি বিপুল ভোটে বিজয়ী হব। যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমার বিজয় সুনিশ্চিত।’