দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় চুরি করা একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মোহাম্মদ সালাউদ্দিন (১৯) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিলোনিয়া বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচরের চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, গতকাল সকালে সালাউদ্দিন জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার থেকে অটোরিকশাটি চুরি করে নোয়াখালীতে নিয়ে যাচ্ছিলেন।