নান্দাইলে সাদা মাছির আক্রমণে নষ্ট হচ্ছে কলাগাছ। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। মাছির আক্রমণে আক্রান্ত কলাগাছের বৃদ্ধি কমে গিয়ে নষ্ট হয়ে নুয়ে পড়ে যাচ্ছে। অনেক কলাগাছ কালো বর্ণের হয়ে গেছে। কলার মধ্যেও এ রোগ দেখা দিয়েছে।
কৃষি অফিস বলছে, সাদা মাছিগুলো মূলত পাতার রস চুষে খেয়ে ফেলে। যে কারণে গাছের ক্ষতি হচ্ছে। পোকা দমনে কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে অনেক কলাবাগান রয়েছে। তা ছাড়া ব্যক্তি পর্যায়ে বাড়ির আঙিনায়, রাস্তার পাশে অনেক কলার গাছ রয়েছে। সাদা মাছির মতো এক ধরনের পোকার আক্রমণে কলাগাছ নষ্ট হচ্ছে।
উপজেলার কলাগাছের বাগানগুলো একটু কম হারে সাদা মাছির আক্রমণ দেখা দিলেও ব্যক্তি পর্যায়ে বাড়ির আঙিনা, রাস্তার পাশে থাকা কলাগাছে সাদা মাছির আক্রমণ ব্যাপকভাবে দেখা দিয়েছে।
সরেজমিন উপজেলার মোয়াজ্জেমপুর, নান্দাইল, শেরপুর ও বীরবেতাগৈর ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর থেকে নান্দাইল সর্মূত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজ পর্যন্ত ব্যক্তি পর্যায়ে মহাসড়কের পাশে থাকা কলাগাছে সাদা মাছি আক্রমণ করেছে।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন ‘এই সাদা মাছিগুলো মূলত পাতার রস চুষে খেয়ে ফেলে। যে কারণে গাছের ক্ষতি হচ্ছে। এর মধ্যে আবহাওয়ার কারণেও এমন সমস্যা দেখা দিচ্ছে। এ ব্যাপারে আমরা কৃষি অফিস কৃষকদের কল্যাণে
কাজ করে যাচ্ছে।