মানবদেহে সফলভাবে প্রতিস্থাপিত হলো শূকরের কিডনি। যে রোগীর দেহে এটি প্রতিস্থাপিত হয়েছে, তাঁর শরীরে স্বাভাবিকভাবেই কাজ করছে সেই কিডনি এবং এখন পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এই অস্ত্রোপচার চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে বড় মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন মার্কিন চিকিৎসকেরা।
জটিল প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ‘এনওয়াইইউ ল্যাংগোন হেলথ’ হাসপাতালে। তবে এই অস্ত্রোপচারের আগে শূকরের জিন পাল্টে দেওয়া হয়েছিল।
চিকিৎসকেরা জানিয়েছেন, যে নারীর দেহে ওই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, আগে থেকেই তাঁর মস্তিষ্ক মৃত ছিল। লাইফ সাপোর্টে থাকা ওই নারীর কিডনিও নষ্ট হয়ে গিয়েছিল। তাই তাঁর পরিবারের অনুমতি নিয়েই এই কিডনি প্রতিস্থাপন করা হয়।
অস্ত্রোপচারের নেতৃত্বে থাকা সার্জন ড. রবার্ট মন্টগোমারি জানিয়েছেন, মানুষের কিডনি যে পরিমাণ মূত্র নিষ্কাশনের তৈরি করে শূকরের কিডনিও একই কাজ করছে।