হোম > ছাপা সংস্করণ

তলিয়েছে খেতে কেটে রাখা আমন ধান, সবজির ক্ষতি

সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অসময়ের বৃষ্টিপাতে আমন ধান ও শীতকালীন মৌসুমি সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বেশির ভাগ কৃষকের জমিতে কেটে রাখা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া কাটা হয়নি এমন ধানগাছ নেতিয়ে পড়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৬ হাজার ২৬৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। উপজেলার অন্তত ৭ হাজার ৫০০ কৃষক এই ধানের চাষ করেছেন। এ ছাড়া প্রায় ২ হাজার হেক্টর জমিতে শীতকালীন শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ভুট্টাসহ বিভিন্ন প্রজাতির সবজির আবাদ হয়েছে।

তবে সোমবার দুপুরের পর থেকে টানা বৃষ্টিতে উপজেলার ৭৫ হেক্টর জমির রোপা আমন, ১০ হেক্টর জমির শিম, ৫ হেক্টর জমির খেসারি ডালের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে উপজেলার প্রায় ৯৪ হেক্টর জমির ফসল মুখে পড়েছে।

বাড়বকুণ্ডের মান্দারীটোলা এলাকার কৃষক মোহাম্মদ ইউসুফ বলেন, গতকালের (সোমবার) টানা বৃষ্টির পানিতে তাঁর জমিতে কেটে রাখা পাকা আমন ধান তলিয়ে গেছে। এ ছাড়া পানি জমেছে তাঁর টমেটো ও ফুলকপির খেতে। একই কারণে জমির আইলে লাগানো শিমের ফুল ঝরে পড়েছে।

একই ইউনিয়নের হাতিলোটা এলাকার কৃষক জহিরুল ইসলাম বলেন, তাঁর ২০ শতক জমিতে রোপণ করা আমন ধান কাটলেও তা বাড়িতে তুলতে পারেননি। এর আগেই শুরু হয় বৃষ্টি। গত সোমবারের বৃষ্টিতে জমিতে থাকা আমন ধান তলিয়ে গেছে। লালশাক ও পালং শাকের খেতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

সীতাকুণ্ড আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মাহিরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সোমবার দুপুরের পর থেকে সীতাকুণ্ডে ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পাশাপাশি মেঘলা রয়েছে আকাশ।

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, অসময়ের বৃষ্টিতে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে গেছে। এতে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এ ছাড়াও ক্ষতি হয়েছে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, ধনেপাতাসহ বিভিন্ন প্রজাতির সবজির।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ