সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সোনাপুরে ট্রাকচাপায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম সেলিম।
গতকাল বুধবার দুপুরে সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের কাজল মার্কেট এলাকায় অজয়ের বাড়িতে গিয়ে তাঁর স্বজনদের সঙ্গে তিনি দেখা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান অজয়ের মা পাপিয়া রানী মজুমদার, ছোট ভাই বিজয় মজুমদার এবং বোন প্রিয়া রানী মজুমদারকে সান্ত্বনা দিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।