যশোর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার।
এ দিনের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। গতকাল শনিবার নওয়াপাড়া ইউপির সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন নেতারা।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হায়দার গণি খান পলাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, গোলাম মোস্তফা, সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি মিলন প্রমুখ।