সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। গত শুক্রবার বিকেল ৫টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়।
‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি; রুখে দাঁড়াও সাম্প্রদায়িক অপশক্তিকে’ এই স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নোয়াখালী জেলার সভাপতি বিমলেন্দু মজুমদার।
সমাবেশে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার মধ্য দিয়ে সাম্প্রদায়িক ঐতিহ্যের গায়ে কালিমা লেপন করা হয়েছে। হামলাকারীরা মানবতার শত্রু। এ সময় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল কান্তি মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, কবি আখতার জাহান শেলী, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জু প্রমুখ।