চট্টগ্রামের পটিয়ার ১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রার্থিতা যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী এ তথ্য নিশ্চিত করেন।
যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা হলেন ছনহরা ইউপির ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আইয়ুব, কাশিয়াইশের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কাইছ ও কুসুমপুরার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া ডালিম।
এ ছাড়া হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী (১ ২ ও ৩ নম্বর ওয়ার্ডের) তসলিমা নুর, হাবিলাসদ্বীপের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ওয়ার্ডের শারমিন আকতার, কুসুমপুরার ২ নম্বর ওয়ার্ডের আবু তৈয়ব, কেলিশহরের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিক, মোহাম্মদ খোরশেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।