নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি কখনো চিন্তা করিনি, অমুক কাউন্সিলর অমুক ভাইয়ের লোক, আমার লোক নয়। সবাইকে সমানভাবে কাজ করার সুযোগ দিয়েছি। একজন কাউন্সিলরও এ বিষয়ে আপত্তি তুলতে পারবে না। আমি কোনো দলমত দেখিনি।’
গতকাল শনিবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আইভীর নিজ বাড়ির সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশন।
বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জবাবে আইভী বলেন, ‘প্রতিপক্ষরা বিভিন্নভাবে চেষ্টা করেছে দুদকে মামলা দেওয়ার জন্য। এই বাড়ি আমার বাবার। এখানে আমার এক ফোঁটা জায়গা নেই। আব্বার দুই খণ্ড জমি বিক্রি করে বাড়ি করেছে দুই ভাই। সেটা নিয়েও অনেক কথা বলেছে। এই শহরে কেউ বলতে পারবে না, আমার ভাইদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার প্রতিপক্ষ নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছে। কিন্তু তারা পারেনি। কারণ, আমি কোনো অন্যায় কাজ করিনি। এখন ধর্মীয়ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।’
সাম্প্রতিক সময়ে একটি বক্তব্যের বিষয়ে আইভী বলেন, ‘আমি দলীয় অফিসে সাধারণ একটি বক্তব্য দিয়েছিলাম, সেটাকে কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ধর্মীয়ভাবে কটাক্ষ করার চেষ্টা চলছে। বিভিন্ন সময় প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমি যা-ই বলি না কেন, সেগুলো বিকৃত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা করে।’
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল প্রমুখ।