হোম > ছাপা সংস্করণ

অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয় সাংসদ ইকবাল হোসেন অপুকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

গতকাল শুক্রবার জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি শরীয়তপুরে দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন কোতোয়াল আহত হওয়ার ঘটনায় সাংসদ ইকবাল হোসেন অপুকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। অথচ ঘটনার সময় সাংসদ ইকবাল হোসেন অপু ঢাকায় ছিলেন। অপপ্রচার করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শরীয়তপুরের বটতলা এলাকায় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন কোতোয়ালকে কুপিয়ে ও গুলি করে আহত করার অভিযোগ উঠে পৌর কাউন্সিলর বাচ্চু ব্যাপারী ও তার অনুসারীদের বিরুদ্ধে। হামলায় স্থানীয় সাংসদ ইকবাল হোসেন অপুর মদদ রয়েছে বলে অভিযোগ করেন আহত জাকির কোতোয়াল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ