হোম > ছাপা সংস্করণ

সাবেক শাশুড়িকে হত্যার অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে সাবেক জামাতার বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভবানীপুর ঈদগাহপাড়ায় ঘটনাটি ঘটেছে।

নিহত নারীর নাম ছবিজান (৬৫)। তিনি ভবানীপুর ঈদগাহপাড়ার মৃত সোহরাব হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৮ বছর আগে রানীনগর উপজেলার হাসপাতাল গেট এলাকার ইমরানের (৩১) সঙ্গে বিয়ে হয় ছবিজানের ছোট মেয়ে শারমিনের (২৬)। বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে গণ্ডগোল হতো। ইমরান নিয়মিত নেশা করতেন। এ নিয়ে তিন মাস আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।

শারমিনের বড় বোন শাকিলা বেগম (৩২) অভিযোগ করে বলেন, ‘আমার ছোট বোনের বিচ্ছেদ হওয়ার পর সে আমার বাড়িতেই থাকে। বোনকে বিদেশে পাঠানোর জন্য আমরা তোড়জোড় শুরু করি। এর মধ্যেই ইমরান আমার বাড়িতে এসে হুমকি দেয়। গত সোমবার ছোট বোন মায়ের কাছে ছিল। মঙ্গলবার সকালে ঢাকা চলে যায় শারমিন। কিন্তু ইমরান বিষয়টি না জেনে মঙ্গলবার রাতে মায়ের কাছে আসে। বোনকে না পেয়ে মাকে মেরে রেখে চলে যায়।’

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশটি নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ