সাতক্ষীরায় তথ্য অধিকারের ওপর সচেতনতামূলক প্রচারণা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর আল মামুন।
জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংগঠন অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দ্য কার্টার সেন্টারের প্রোগ্রাম অ্যান্ড অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট আরমান আফরোজ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক প্রমুখ।