হোম > ছাপা সংস্করণ

কারখানার ছাদ ধসে নারী শ্রমিক নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কারখানার ছাদ ধসে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নাসা কোম্পানির গুদামঘরের ছাদ ধসে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে নাসা কোম্পানির একটি বিল্ডিংয়ের ভেতরে কাজ চলছিল। এ সময় কোম্পানির পরিচ্ছন্ন কর্মী জ্যোৎস্না বেগম পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ ছাদ ধসে তাঁর ওপর পড়ে। পরে তাঁকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় ভয়ে কয়েকজন শ্রমিক ছোটাছুটি করতে গিয়ে আহত হন।

নিহত জ্যোৎস্না বেগম নগরীর সুজানগর পূর্ব পাড়ার বুড়ির পুকুর পাড়ের বাসিন্দা। তিনি নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের মেয়ে সেলিনা আক্তার বলেন, ‘খবর পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে গিয়ে শুনি, মা মারা গেছেন। পরে মাগরিবের নামাজের পর সুজানগর কবরস্থানে মাকে দাফন করা হয়েছে।’

কুমিল্লা ইপিজেডের সিকিউরিটি ইনচার্জ নাজমুল হক বলেন, ‘আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে একজন মারা যান।’

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। নিহতের পরিবার নিজ দায়িত্বে মরদেহ নিয়ে দাফন করেন।’

কুমিল্লা ইপিজেডের জিএম জিল্লুর রহমান জানান, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নাসা কোম্পানির সঙ্গে কথা বলে কয়েক দিনের মধ্যে চাকরির নিময় অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ