চতুর্থ ধাপে আগামী ডিসেম্বরে মাদারীপুরের শিবচরের ৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। শেষ দিনেও উৎসবমুখর পরিবেশে সম্ভাব্য প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই তিন ইউপিতে ১৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রথম ধাপের মত এই ধাপেও আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত রাখায় প্রত্যেক ইউপিতে দলটির একাধিক নেতা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৫ প্রার্থীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান এ জরিমানা করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর উপজেলার সন্নাসীরচর, উমেদপুর ও ভদ্রাসন ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্ভাব্য প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর রশিদের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শেষ দিন পর্যন্ত সন্নাসীরচর ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উমেদপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভদ্রাসন ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, প্রথম দফা নির্বাচনে এ উপজেলার ১৩ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত রাখে। ফলে দলটির একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেন।