মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি, সীতাকুণ্ড ও আনোয়ারায় আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে ফটিকছড়ি আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সীতাকুণ্ডে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সাংসদ দিদারুল আলম। পৌর সদরের উত্তর বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী এতে নেতৃত্ব দেন।