চৌদ্দগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো ধরনের সংঘাত সহ্য করা হবে না বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। গত রোববার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা হলরুমে এমন ঘোষণা দেন তাঁরা।
প্রশাসনের এমন ঘোষণায় উজ্জীবিত চৌদ্দগ্রামের ১০টি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। তাঁদের কর্মী-সমর্থকেরা দ্বিগুণ উদ্যমে প্রচারে নেমেছেন। প্রশাসনের ঘোষণায় আশার আলো দেখছেন সাধারণ ভোটারেরা।
জগন্নাথদীঘি ইউপির ভোটার সৌরভ হোসেন বলেন, ‘প্রশাসনের এ ঘোষণায় যদি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়, তাহলে ভোটারেরা দীর্ঘদিন পরে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা আশা করব-প্রশাসনের এ ঘোষণা বাস্তবায়ন করবে।’
কাশিনগর ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পরে প্রশাসনের মুখ থেকে ভোট গ্রহণের ব্যাপারে একটা ইতিবাচক ঘোষণা এসেছে।’