নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে জনতা ব্যাংক এরিয়া অফিস।
গত বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে শোভাযাত্রা বের করে ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। সেখানে ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের নাটোর এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক (ইনচার্জ) সঞ্জয় কুমার মৈত্র, সহকারী মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান, প্রধান শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান, স্টেশন বাজার শাখার ব্যবস্থাপক এ এস এম মাহফুজুর রহমান, সিংড়া বাজার শাখার ব্যবস্থাপক মো. মিনহাজুল আবেদীন, এরিয়া অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবু তালেব প্রমুখ।