হোম > ছাপা সংস্করণ

মুন্সিগঞ্জে আজ সাধুসঙ্গ: অংশ নেবেন নিপুণ ও ফারিয়া

মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় অবস্থিত পদ্মহেম ধামে আজ অনুষ্ঠিত হবে সাধুসঙ্গ আসর। প্রতিবছর ইছামতী নদীর ধারে খোলা মাঠে লালনের বাণী শুনতে দেশের নানা প্রান্তের লালনভক্তরা হাজির হন এখানে। এই সাধুসঙ্গে লালন বাণী পরিবেশন করেন গুণীজনেরা। গানে আর সুরে মেতে ওঠে চারপাশ। 

এবারের ১৯তম আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী নিপুণ ও শবনম ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মহেম ধামের সভাপতি কবির হোসেন। তিনি আরও জানান, আজ বিকেল ৩টায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গ শুরু হয়ে চলবে রাত ২টা পর্যন্ত। লালন বাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ অনেকেই। 

এ বিষয়ে আয়োজক কবির হোসেন বলেন, ‌‘আমরা গত ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি মূলত লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ। এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিনেত্রী নিপুণ আক্তার ও শবনম ফারিয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তাঁরা। তাদের এই অংশগ্রহণ আমাদের বিশেষভাবে অনুপ্রাণীত করবে বলে আমার বিশ্বাস।’

এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর রিপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ ফজলুল হক।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ