বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে দেশের নতুন বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রা। গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে আবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মাথায় অনাপত্তি সনদ পেল সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনসের সিইও ইমরান আসিফ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমরান আসিফ বলেন, ‘আমরা পরিকল্পনা করছি ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে “এয়ার অ্যাস্ট্রা”র ফ্লাইট চালু করতে। এর মধ্যে সরকারি অনুমোদনের যে প্রক্রিয়া রয়েছে, তা ধাপে ধাপে আমরা সম্পন্ন করছি।’
করোনা-পরবর্তী সময়ে দেশের অ্যাভিয়েশন খাত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইনসের সিইও আরও বলেন, ‘দেশের অ্যাভিয়েশন খাতে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা অ্যাভিয়েশন খাতের অগ্রগতিতে ভূমিকা রাখতে চাই।’