হোম > ছাপা সংস্করণ

পূর্বধলায় পর্যাপ্ত বই নেই শিক্ষার্থীর উপস্থিতিও কম

গোলাম মোস্তফা, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এবার বই উৎসব হয়নি। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের মাত্র কয়েকটি করে বই দেওয়া হয়েছে। তা ছাড়া মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপস্থিতি ও ভর্তির সংখ্যা কম বলে জানিয়েছেন শিক্ষকেরা।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৪১টি নিম্ন মাধ্যমিক ও ১৭৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়েই বছরের প্রথম দিন ১ জানুয়ারি বই বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিন সকল বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। তা ছাড়া এখনো পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি।

প্রাথমিক স্তরের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সকল বই পাওয়া গেলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি। অপর দিকে মাধ্যমিক স্তরের সপ্তম ও অষ্টম শ্রেণির অধিকাংশ বই সরবরাহ পাওয়া গেলেও ষষ্ঠ শ্রেণির মাত্র এক বিষয়ের ও নবম শ্রেণির দুই বিষয়ের বই পাওয়া গেছে। এতে যারা নতুন বই পেয়েছে তারা খুশি। তবে যাদের নতুন বই দেওয়া যায়নি তাদের মন খারাপ হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২০২১ সালের ৩০ ডিসেম্বর জারি করা মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার সংক্রান্ত এক পত্রে জানা গেছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে শ্রেণি ভিত্তিক বই বিতরণ করতে হবে।

উপজেলার নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, গত বছর ষষ্ঠ শ্রেণিতে ৮৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এখন পর্যন্ত মাত্র ৩৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তবে আগামী কয়েক দিনে আরও শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, এখনো সকল বিষয়ের বই পাওয়া যায়নি। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে বই বিতরণ চলবে। তাই এর মধ্যে বাকি বইগুলো সরবরাহ পাওয়া যাবে। আর ততদিনের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে গমনোপযোগি সকল শিক্ষার্থীও ভর্তি হবে তিনি আশা করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ