নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝটপট শিখে নাও
১. এ উপায়ে ফুল সংরক্ষণ করা একদমই সহজ। প্রয়োজন দুই টুকরো সাদা কাগজ। একটি কাগজ টেবিলের ওপর রেখে তার ওপর ফুল রাখো। এরপর ওপরে আরেকটি সাদা কাগজ রেখে হালকা করে চাপ দাও। এবার দুই টুকরো কাগজসহ ফুলটি রেখে দাও মোটা কোনো বইয়ের ভাঁজে।
২. প্রায় শুকিয়ে যাওয়া ফুল জানালার গ্রিলের সঙ্গে ফুলের ডাঁটা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দাও। পুরোপুরি শুকিয়ে গেলে ফুলদানিতে সাজিয়ে রাখতে পারবে।
৩.বন্ধুর জন্য কার্ড বানালে তাতে গ্লু দিয়ে লাগিয়ে দিতে পারো শুকনো ফুল। আবার ডায়েরিতেও লেখার ফাঁকে ফাঁকে স্কচটেপ বা গ্লু দিয়ে জুড়ে দিতে পারো প্রিয় ফুলগুলো।