আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আমতলী একে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।
বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ কে এম সামসুদ্দিন শানু, নুরুল ইসলাম মৃধা ও মনিরুল ইসলাম তালুকদার প্রমুখ।
এদিকে পিরোজপুরের কাউখালীতেও গতকাল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ প্রমুখ।