ভোলার বোহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মো. জামাল নামের এক ব্যক্তির বসতবাড়ি ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করেন। এরপর হত্যার হুমকির মুখে সন্তানদের নিয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগও রয়েছে।
মামলার বাদী জান্নাত বেগম গত বৃহস্পতিবার ভোলা শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে জান্নাত বলেন, তাঁর স্বামী জামাল চট্টগ্রামে চাকরি করেন। তিন সন্তান নিয়ে তিনি মুলাইপত্তন গ্রামে শ্বশুর বাড়িতে থাকেন। সম্প্রতি একই গ্রামের মো. নোয়াব মিয়া ওই জমির মালিকানা দাবি করেন। গত ১২ মে নোয়াব ও তাঁর ছেলে মো. ফিরোজ, ফয়েজ, সেলিমসহ একদল মানুষ তাঁদের পুকুরের মাছ ধরে নিয়ে যান। পর দিন বাগানের গাছ কেটে নেন। ১৮ মে নোয়াব দলবল নিয়ে তাঁদের বসতঘর ভাঙচুর করে বাড়ি থেকে বের করে দেন। ওই দিন সন্ধ্যায় বোহানউদ্দিন থানায় নোয়াব ও তাঁর ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। এর চার দিন পর তিনি বাদী হয়ে ভোলার আদালতে মামলা করেন। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁকে ও তাঁর সন্তানদের হত্যার হুমকি দেন। তাঁরা জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন।
মোবাইল ফোনে জানতে চাইলে হামলা ও জমি দখলের অভিযোগ অস্বীকার করে নোয়াব মিয়া বলেন, এমন কোনো কিছু হয়নি। এরপর তিনি ফোন কেটে দেন।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টির তদন্ত চলছে।