কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কুমড়ি গ্রামের মুরসালিন (৩৫) নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের তেভাগা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মুরসালিন গুরুতর আহত হন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কটিয়াদীতে কাজের জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পথে বানিয়াগ্রাম তেভাগা এলাকায় একটি পণ্যবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাঁকে বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।