নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের গ্রামীণ ৩০ লাখ নারীর ভাগ্য বদলে দিয়েছে পোশাক খাত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেও বড় ভূমিকা রাখছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর হোটেলে শেরাটনে ‘লাল সবুজের বাংলাদেশ-গৌরবের ৫০ বছর ও বিজিএমইএর ৪০ বছর’ উদ্যাপন উপলক্ষে বিজিএমইএর গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতিদেরও সম্মাননা প্রদান করা হয়।